তীরে এমভি মিরাজ-৪, লাশ উদ্ধার ৫৫

Lonch Rescue লঞ্চরিপোর্টার, এবিসি নিউজ বিডি, মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডুবে যাওয়া লঞ্চ এমভি মিরাজ-৪ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনার পর ৫৫টি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা সোয়া ৩টায় জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল সংবাদ ব্রিফিংয়ে উদ্ধার কাজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। উদ্ধারের পর সন্ধ্যা ৭টার দিকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যার পরিচয় পাওয়া যায়নি। সনাক্তকৃত ৫৪ লাশেরর মধ্যে ৩০ জন পুরুষ, ১৩ জন নারী এবং ১১ জন শিশু। ৫৩ জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এদিকে স্থানীয়রা দাবি করছেন, এখনও অনেক যাত্রীর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের স্বজনরা গত তিন দিন ধরে মেঘনার পাড়ে চষে বেড়ালেও তাদের সন্ধান পায়নি। স্থানীয় প্রশাসন নিখোঁজ থাকার সত্যতা পেয়েছে। বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা শাখার সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, উদ্ধার কাজ সমাপ্ত করে স্থানীয় প্রশাসনের কাছে লঞ্চটি হস্তান্তর করা হয়েছে। এর আগে লঞ্চটি সকাল ৮টার দিকে পানির ওপরে তোলার পর টেনে তা তীরে নিয়ে আসা হয়। এ সময় উদ্ধার কাজ সমাপ্তির ঘোষণা এবং সঠিকভাবে উদ্ধার কাজ পরিচালনা না করার অভিযোগে সকাল সোয়া ১০টার দিকে লাশ না পাওয়া উত্তেজিত স্বজনরা মেঘনার পাড়ে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের বিচার দাবি করেন। শরীয়তপুর থেকে আসা বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, উদ্ধারকারী একটি জাহাজ আনা হলেও লঞ্চটি উদ্ধারে বিলম্ব করা হয়েছে। নৌমন্ত্রী ইচ্ছা করলে দুই ঘণ্টার মধ্যে ছোট এ লঞ্চটি ডাঙায় তুলতে পারতেন। অপরদিকে শুক্রবার থেকে যে কয়টি লাশ তোলা হয়েছে তার সবগুলোই বিক্ষিপ্তভাবে কাটাছেঁড়া। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার দ্বিতীয় দফায় এ সমাপ্তি ঘোষণা করেন। তবে এ সময় তিনি সাংবাদিকদের বলেন, লাশ ভেসে উঠলে ডুবুরি দিয়ে তা উদ্ধার করা হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে তিন শতাধিক যাত্রী নিয়ে এমভি মিরাজ-৪ ডুবে যায়। লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বর-চন্দ্রপারা-ওয়াপদা যাচ্ছিল। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার অদূরে রসুলপুর ইউনিয়নের দৌলতপুর এলাকায় মেঘনা নদীতে লঞ্চটি ডুবে যায়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ