অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, কক্সবাজারঃ কক্সবাজার শহরের দক্ষিণ লাইটহাউজ এলাকার একটি পাহাড়ের ঢালুতে মাটিতে পুঁতে রাখা অপহৃত এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে ৪ জনকে। এ অভিযানে পুলিশ-দুর্বৃত্তদের মধ্যে বন্দুকযুদ্ধে ওসিসহ পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। রোববার ভোর ৩টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত দক্ষিণ লাইট হাউজ এলাকার সুলতানপুর জামে মসজিদের দক্ষিণের পাহাড়ে এ অভিযান চালানো হয়। নিহত ব্যবসায়ী আজিজুল হক আরজু (৩৫) কক্সবাজার শহরের পাহাড় তলী এলাকার মৃত আবদুল আজিজের ছেলে। এ সময় আটক করা হয়েছে কক্সবাজার শহরের পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মুবিন, নিখেল, সন্ত্রাসী সিপাতের শাশুড়ি নুর বাহার, সিপাতের স্ত্রী মরিয়ম। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুর রহমান জানান, গত ৯ এপ্রিল কক্সবাজার শহরের কালুর দোকান এলাকা থেকে একদল সন্ত্রাসী ব্যবসায়ী আজিজুর রহমানকে অপহরণ করে। এরপর তার পরিবার থানায় মামলা করে। এ ঘটনার পাহাড়তলির পাহাড়ি এলাকায় অপহরণ করা ব্যবসায়ীকে রাখা হয়েছে এমন খবরে একদল পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করে। পুলিশ সন্ত্রাসীদের আস্তানা হিসেবে পরিচিত পাহাড়ের ঢালুতে মাটিতে পুঁতে রাখা অপহরণ হওয়া ব্যবসায়ী আজিজুর রহমানের লাশ উদ্ধার করে। এসময় অপহরণের সঙ্গে জড়িত ২ নারীসহ ৪ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২টি অস্ত্র ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।