তিস্তায় নিখোঁজ নেপালি ছাত্রের লাশ উদ্ধার

lash uddhar লাশ উদ্ধাররিপোর্টার, এবিসি নিউজ বিডি, রংপুরঃ জেলার কাউনিয়া উপজেলার তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নেপালি শিক্ষার্থী পবন কেসি ক্ষেত্রির লাশ তিন দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার সকাল ৯টা ১০ মিনিটে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের এই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ইসাহাক ঘাট এলাকা থেকে নেপালি শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি। উল্লেখ্য, শুক্রবার রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের ৭ শিক্ষার্থী তিস্তা সড়ক সেতু পাড়ে বেড়াতে আসেন। এ সময় তারা একটি নৌকা ভাড়া করে তিস্তা নদীতে ঘুরতে বের হন। বেড়ানোর একপর্যায়ে নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। এ সময় শিক্ষার্থীদের চিৎকারে লোকজন ডেন্টাল প্রথম বর্ষের শিক্ষার্থী বিশ্বজিৎ, ডেবিট, অভিষেক ও ডেগকে উদ্ধার করে। তবে তাদের আরেক বন্ধু পবন কেসি ক্ষেত্রির কোনো সন্ধান মেলেনি। খবর পেয়ে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিস্তা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের পরিচালক আল-আমিন জানান, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তারা সবার অজান্তে তিস্তায় গিয়েছিল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ