বিজেপি’র জয়ে নার্ভাস সরকার : মির্জা ফখরুল
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভারতের নিবার্চনে বিজেপি’র জয়ে বিএনপি কোথাও উল্লাস করেনি উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিজেপি’র জয়ে বিএনপি উল্লাস করেছে এটা সত্যি নয়, বরং এতে আওয়ামী লীগ সরকারই নাভার্স হয়ে পড়েছে। এ কারণেই তারা ভুলভাল বকছে। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে ‘ভারতের কঠোর পানি আগ্রাসনের কবলে বাংলাদেশ: পরিত্রাণের উপায় ও আশু করণীয়’শীর্ষক গোল টেবিল আলোচনা সভার আয়োজন করে জাতীয় আগ্রাসন প্রতিরোধ কমিটি। মির্জা ফখরুল বলেন, ভারত শুধু পানি আগ্রাসন করছে না। তারা আমাদের সাংস্কৃতি, অর্থনীতি এবং রাজনীতিকেও গ্রাস করছে। মির্জা ফখরুল বলেন, ভারত সরকারের পরিবর্তনে আমরা নাকি উল্লাস করছি, আমরা কেন উল্লাস করব? ভারতে গণতান্ত্রিক প্রক্রিয়া নিবার্চন হয়েছে। এক দলীয় জয়ী হয়েছে। তারা উল্লাস করবে, ভারতের জনগণ উল্লাস করবে। আর যার হেরে গেছেন তারা দুঃখ করবে। তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা তাদের কাছে বন্ধুসুলভ ব্যবহার প্রত্যাশা করি। তাই ভারতে নতুন যে সরকার ক্ষমতায় এসেছে তাদের কাছে আশা করবো ভারত ও বাংলাদেশের সঙ্গে যে চ্যালেঞ্জগুলো আছে এবং বিদ্যমান সমস্যা তা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। মির্জা ফখরুল বলেন, গত ৫ জানুয়ারি আওয়ামী লীগ ভেলকিবাজি ও তামাশার নির্বাচন অনুষ্ঠিত করে জনগণের আস্থা হারিয়ে সরকার গঠন করেছে। আওয়ামী লীগ এখন জনগণের আস্থাহীন রাজনৈতিক দলের পরিণত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ আজ বহুমুখী আগ্রাসনের শিকার। সর্বগ্রাসী শিকারে পরিণত হয়েছে। আর এর জন্য ভারতকে দোষারোপ করলে হবে না। কারণ ভারত তাদের নিজের স্বার্থে কাজ করলেও আমাদের সরকার ন্যায্য অধিকার আদায় করতে পারেনি। তিস্তা নদীর পানিসহ অভিন্ন অন্যান্য নদীর পানি পাওয়া আমাদের ন্যায্য অধিকার উল্লেখ করে তিনি বলেন, এটা কারো দয়া-দাক্ষিণ্যের বিষয় নয়। এ সরকার ক্ষমতায় থাকলে পানির বিদ্যমান সমস্যা সমাধান হবে না। তিনি বলেন, পানিসহ দেশের সব সমস্যা সমাধানে এ সরকারকে হটিয়ে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। যে সরকার হবে জনগণের সরকার। গোলটেবিল বৈঠকে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মোবিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব আলমগীর মজুমদার।