ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্র পদ্মার চরে উদ্ধার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্র মিজানুর রহমান নাঈমকে মাদারীপুর শিবচরের পদ্মার চর থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়। মাদারীপুরের শিবচর থানা পুলিশ শনিবার রাত ১০টার দিকে ওই ছাত্রকে উদ্ধার করে পরিবারকে খবর দেয়। নাঈম মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রামপুরা বনশ্রী শাখার দশম শ্রেণীর ছাত্র। তাকে অপহরণের কারণ জানা যায়নি। নাঈম জানান, শনিবার সকালে কোচিং ক্লাসে যাচ্ছিল। এ সময় অপহরণকারী আলমগীর ও মুক্তার মায়ের মৃত্যুর মিথ্যা সংবাদ জানিয়ে তাকে প্রাইভেটকারে করে মুন্সীগঞ্জের দিকে নিয়ে যায়। পরে স্পিডবোটে উঠিয়ে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ির পদ্মার চরে নামায়। সেখানে তাকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করে। দৃশ্যটি স্থানীয় ফরহান মাতুব্বরের চোখে পড়লে তিনি এলাকাবাসীকে জড়ো করে নাঈমকে উদ্ধার করেন। অপহরণকারীদের আটকে রেখে থানায় খবর দেওয়া হয়। অপহৃত নাঈমের বাবা মজিবর রহমান বলেন, ‘পুলিশের কাছে ছেলের অপহরণের কথা শুনে আমি তাৎক্ষণিক মৌচাক মার্কেটের কাপড়ের দোকান বন্ধ করে চলে আসি। আমার একমাত্র ছেলেকে ওরা যে হত্যা করেনি, সেটাই আল্লাহর কাছে শুকরিয়া।’ এদিকে অপহরণের কথা অস্বীকার করেছে আটক মুক্তার হোসেন ও আলমগীর হোসেন। আলমগীর হোসেন শিবচরের মানিকপুরের এনতাজউদ্দিন হাওলাদারের ছেলে ও মুক্তার হোসেন সিরাজগঞ্জের আব্দুর রহমানের ছেলে। এ ব্যাপারে শিবচর থানার ওসি (তদন্ত) শাহজাহান মিয়া জানান, খবর পেয়ে পুলিশ নাঈমকে উদ্ধার করে। এ সময় এলাকাবাসী অপহরণকারীদের তাদের কাছে সোপর্দ করে। এ ব্যাপারে অপহরণ মামলা হয়েছে বলে ওসি জানান।