মোদির মার্কিন ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কেবল সফরের আমন্ত্রণ জানিয়েই থেমে থাকেনি যুক্তরাষ্ট্র, ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা ও হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নিয়েছে দেশটি। মোদির ভিসা স্ট্যাটাস কি হবে- এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে। সরকার প্রধান হিসেবে মোদি এ-ওয়ান ভিসা পাবেন। ভারতের নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য শুক্রবার বিকেলে ওবামা নিজেই টেলিফোন করে মোদিকে অভিনন্দন জানিয়েছেন এবং তাকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান। ২০০২ সালে ভারতের গুজরাট রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় ২ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার পর মোদির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় নরেন্দ্র মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং এ ঘটনায় তিনি আন্তর্জাতিক অঙ্গনে ‘গুজরাটের কসাই’ খ্যাতি পান। গুজরাট দাঙ্গায় নিহতদের বেশিরভাগই ছিলেন মুসলিম। ২০০৫ সালে মার্কিন কর্মকর্তারা মোদিকে যুক্তরাষ্ট্র সফরের জন্য ভিসা দিতে অস্বীকার করেন।