বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন কারাগারে

BNP Salauddin Ahmedসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সালাহউদ্দিন আহমেদ আত্মসমর্পণ করে পৃথক আটটি মামলায় জামিন আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূইয়া, রেজাউল করিম ও তসরুজ্জামানের আদালতে এসব মামলার শুনানি হয়। আদালত সব কয়টি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে সালাহউদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সালাহউদ্দিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুর রাজ্জাক। এসব মামলায় গত ৮ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন তিনি। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ আদালতে আত্মসমর্পণ করেন। গত বছরের নভেম্বর ডিসেম্বর মাসে সরকার বিরোধী আন্দোলনের সময় গাড়ি পোড়ানো, পুলিশের কর্তব্য কাজে বাধা, যাত্রিবাহী বাসে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায় এ মামলাগুলো দায়ের করা হয়েছিল। মামলাগুলোর মধ্যে তিনটি যাত্রাবাড়ী ও দুটি রমনা থানার। এছাড়া ডেমরা, শ্যামপুর ও শাহবাগ থানার একটি করে মামলা রয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ