যৌথ রানার্সআপ সিদ্দিকুর
স্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রথম রাউন্ডে দারুণ খেলে যৌথভাবে শীর্ষে ছিলেন সিদ্দিকুর। কিন্তু পরের দুই রাউন্ডের ব্যর্থতায় কিছুটা পিছিয়ে যান বাংলাদেশের সেরা এই গলফার । তৃতীয় রাউন্ড শেষে বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার ছিলেন অষ্টম অবস্থানে। তবে রোববার শেষ রাউন্ডে পারের চেয়ে ৩ শট কম খেলেন সিদ্দিকুর। চার রাউন্ড মিলিয়ে ৪ শট কম খেলে আরো চারজনের সঙ্গে ফিলিপাইন ওপেনে দ্বিতীয় হয়ে সিদ্দিকুর পান ১৭ হাজার ৮৩৮ ডলার। বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন পারের চেয়ে মোট ১৬ শট বেশি খেলে ৬২তম হয়েছেন। টুর্নামেন্ট থেকে তার আয় ৯৩০ ডলার। ৬ শট কম খেলে আইসিটিএসআই ফিলিপাইন ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস বোথ।