চামড়া শিল্পখাতে ঋণপ্রবাহ বাড়ানোর আহ্বান
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রফতানি প্রবৃদ্ধির ধারা জোরদার করতে চামড়া শিল্পখাতে ঋণপ্রবাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশের চামড়া শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। এলক্ষ্যে সবুজ প্রযুক্তির ব্যবহার, আধুনিক প্রশিক্ষণ সুবিধার প্রসার ও বিদেশি ক্রেতাদের কমপ্লায়েন্স ইস্যুতে ট্যানারি শিল্পে গুণগত পরিবর্তন আনার কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। রোববার রাজধানীর রূপসী বাংলা হোটেলে “বাংলাদেশে পরিবেশবান্ধব চামড়া শিল্প: টেকসই ও প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনের রোডম্যাপ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তারা। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠান আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা বলেন, পরিবেশবান্ধব চামড়া শিল্প গড়ে তোলার মাধ্যমে আগামী এক দশকের মধ্যে এখাত থেকে ১৬ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয় করা সম্ভব। এক্ষেত্রে বাংলাদেশের গুণগতমানের চামড়া, সস্তা শ্রমিক ও কাঁচামালের সহজ প্রাপ্যতাসহ অন্যান্য তুলনামূলক সুবিধা ইতিবাচক অবদান রাখবে। তারা বলেন, বাংলাদেশের চামড়া শিল্প নিয়ে আন্তর্জাতিক বাজারে মহল বিশেষের নেতিবাচক প্রচারণা সত্ত্বেও এখাতে রপ্তানি আয় বেড়ে চলেছে। ২০১২-২০১৩ অর্থবছরে এখাতে রফতানি আয়ের পরিমাণ ছিল ৯৮০ দশমিক ৬৭ মিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত ১০ মাসেই রপ্তানি আয় বেড়ে ১ দশমিক ০৬ বিলিয়ন মার্কিন ডলারে উন্নিত হয়েছে। রফতানি আয়ের চলমান ধারা অব্যাহত রেখে চলতি অর্থবছরে চামড়া শিল্পখাতে ২ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করা সম্ভব বলে তারা উল্লেখ করেন। বক্তারা জানান, বর্তমানে বিশ্বে প্রায় ২৩০ বিলিয়ন মার্কিন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার রয়েছে। বাংলাদেশ বিশ্ব চাহিদার ১ শতাংশের কম পণ্য রফতানি করে থাকে। তারা বাংলাদেশি চামড়াজাত পণ্যের রফতানি বৃদ্ধির জন্য পরিবেশসম্মত সবুজ পণ্য উৎপাদনের তাগিদ দেন। এ লক্ষ্যে তারা দ্রুত হাজারিবাগের ট্যানারি শিল্প সাভারের চামড়া শিল্পনগরিতে স্থানান্তরের পরামর্শ দেন। তারা দেশিয় চামড়াজাত পণ্যের গুণগতমান বাড়াতে একটি আন্তর্জাতিক মানের চামড়া গবেষণা ইন্সটিটিউট স্থাপনেরও তাগিদ দেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, চামড়া শিল্পের উন্নয়নের লক্ষ্যে সাভারে পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরি গড়ে তোলা হচ্ছে। এ নগরিতে কেন্দ্রিয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে উল্লেখ করে তিনি বলেন, দ্রুত হাজারিবাগ থেকে ট্যানারি স্থানান্তরের জন্য ঋণ সুবিধা প্রদান, শ্রমিক পরিবারের আবাসন, শিক্ষা ও চিকিৎসার সুযোগসহ অন্যান্য সুবিধাদি পর্যায়ক্রমে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেয়া হবে । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইপিবি’র ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু। এতে পৃথকভাবে প্রবন্ধ উপস্থাপন করেন আরএমএম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায় এবং বিসিএসআইআর’র চেয়ারম্যান অধ্যাপক ড. এ.আই. মোস্তফা। এছাড়া আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিনসহ চামড়া শিল্পখাতের বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা আলোচনায় অংশ নেন। এছাড়া বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী বিশেষ অতিথির বক্তব্য রাখেন।