র্যাব-১১’র তারেকসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে শতাধিক মামলার প্রস্তুতি
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ র্যাব-১১’র সাবেক সিও তারেকসহ পাঁচ কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার, অপহরণ, গুম ও হত্যার বিরুদ্ধে নারায়নগঞ্জের পাশাপাশি মুন্সিগঞ্জ, কুমিল্লা, লাকসাম, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ফুসে উঠেছে সাধারণ মানুষ। স্বজন হারানো এসব এলাকার বিক্ষুব্দ মানুষরা আটক র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে শতাধিক মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
সংশ্লিষ্ট কয়েক সুত্র জানায়, নারায়ণগঞ্জে প্যানেল মেয়রর নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে সেনা ও নৌ-বাহিনী থেকে চাকরি হারানোর পর আটক হয়ে বর্তমানে রিমান্ডে থাকা র্যাব-১১’র সাবেক সিও লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও লে.কমান্ডার এম.এম রানাসহ সিপিসি-২ এর মেজর শাহেদ হাসান রাজিব ও এএসপি মেহেদী শাহরিয়ারের বিরুদ্ধে অপহরন, গুম বিনা বিচারে হত্যার অভিযোগে র্যাব-১১’র আওতাধীন অন্ততঃ ৫টি জেলায় শতাধিক মামলার প্রস্তুতি চলছে। স্বজন হারিয়ে যারা এতদিন ভয়ে কথা বলার সাহস পাননি, তারা এখন রাস্তায় নেমে এসেছেন। মামলার প্রসস্তুতি নিয়েছেন নারায়নগঞ্জে র্যাব-১১’র হাতে আটকের পর তিন মাস ধরে নিখোঁজ থাকা ব্যবসায়ী ইসমাইলের পরিবার। ইসমাইলের স্ত্রী তদন্ত কমিশনকে অভিযোগ করে বলেছেন, তার স্বামীকে র্যাব-১১’র সাবেক সিও ফিরিয়ে দিতে ২ কোটি টাকা চেয়েছিলেন।
আজ রোববার সকালে লাকসামের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম হিরু ও পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজকে অপহরণ ও গুম করার অভিযোগ এনে আটক র্যাব-১১’র সাবেক সিও তারেক সাঈদ, সিপিসি-২ এর কম্পানী কমান্ডার মেজর শাহেদ হাসান রাজিব, ডিএডি শাহজাহান আলী এবং দুই এসআই কাজী সুলতান আহমেদ ও অসিত কুমার রায়ের বিরুদ্ধে কুমিল্লার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। হুমায়ুন কবির পারভেজের বাবা মোহা. রাঙ্গা মিয়া কুমিল্লার ৬ নং বিচারিক হাকিমের আমলি আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাবরিনা নার্গিস লাকসাম থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।
লক্ষ্মীপুর জেলার একটি সূত্র জানায়, র্যাব-১১’র আটক তিন কর্মকর্তসহ মেজর শাহেদ ও এএসপি শাহরিয়ারের বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ডা. ফয়েজ আহমেদ, যুবদলের সোলায়মান ও জুয়েলকে হত্যাসহ অন্ততঃ অর্ধশত অপহরন করে গুম করার অভিযোগ এনে মামলা করার প্রস্তুতি নিয়েছেন স্বজন হারাদের পরিবার। এ ছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবুকে তার বাসা থেকে র্যাব-১১’র কর্মকর্তরা ধরে পায়ে গুলি করার পর বাসার ভেতরে থাকা দুটি গাড়িতে আগুল লাাগিয়ে দেয়। এমন অভিযোগ এনে লক্ষ্মীপুরে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সূত্র জানায়, র্যাব-১১’র আলোচিত ৫ কর্মকর্তাকে লক্ষ্মীপুরে হাজার হাজার মানুষ ঘিরে ফেলার পর ঢাকা থেকে হেলিকপ্টারে করে তাদের উদ্ধার করে ঢাকায় আনা হয়।
সংশ্লিষ্ট সূত্র মতে, উপজেলা নির্বাচন চলাকালীন সময়ে মুন্সিগঞ্জ সদরে, কুমিল্লা, নোয়াখালীতে রাজনৈতিক দমন-নিপীড়নে র্যাবের হাতে হত্যাসহ অপহরন ও গুম হওয়া বিক্ষুব্দ অসংখ্য পরিবার মামলার প্রস্তুতি নিয়েছে।