অর্থ আত্মসাতের অভিযোগে র‌্যাব-৩ এর ১৮ সদস্য প্রত্যাহার

rab logoমনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অর্থ আত্মসাতের অভিযোগে র‌্যাব-৩ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর আলী আহসানসহ ১৮ জনকে প্রত্যাহার করে সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। র‌্যাব-৩ এর একটি সূত্র এবিসি নিউজ বিডিকে এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে রোববার রাত ১১টার দিকে র‌্যাবের লিগ্যাল এবং মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান এবিসি নিউজ বিডিকে জানান, র‌্যাবে প্রত্যাহার কিংবা নতুন পদায়ন বাহিনীর কাজের নিয়মিত একটি স্বাভাবিক প্রক্রিয়া। এখানে অন্য কোনো কারণ আছে বলে আমার মনে হয়না। গত শুক্রবার কুমিল্লা থেকে ৪ ব্যক্তিকে আটক করে র‌্যাব-৩ এর সিপিস-৩ এর একটি টিম। এসময় তাদের কাছে দেড় লাখ টাকা ছিল। কিন্তু জব্দ তালিকায় দেখানো হয় ৬০ হাজার টাকা। বাকী ৯০ হাজার টাকা তারা আত্মসাত করে। এ ঘটনায় আটককৃতদের পরিবারের সদস্য র‌্যাব সদর দফতরে অন্যায়ভাবে তাদের আটক এবং অর্থ আত্মসাতের অভিযোগ করলে তদন্তে এর সত্যতা মিললে সিপিসি-৩ এর সকল সদস্যকে সদর দফতরে প্রত্যাহার করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ