মোদিকে খালেদার ফোন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শেখ হাসিনার পর ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে কথা বলেছেন খালেদা জিয়াও। রোববার রাত সোয়া ১০টায় বিএনপি চেয়ারপারসন টেলিফোন করে নির্বাচনে বিজয়ের জন্য মোদিকে শুভেচ্ছা জানান বলে জানিয়েছেন তার প্রেসসচিব মারুফ কামাল খান। তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে রাত সোয়া ১০টা থেকে ৫ মিনিট নরেন্দ্র মোদির এই কথা-বার্তা চলে।” আলোচনায় দুই নেতা উভয় দেশের জনগণের কল্যাণে একযোগে কাজ করার ওপর জোর দেন বলে প্রেসসচিব জানান। নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলার সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সাংবাদিক শফিক রেহমান, প্রেসসচিব মারুফ কামাল উপস্থিত ছিলেন। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের হবু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। ষোড়শ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি, প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। গত শুক্রবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর মোদিকে অভিনন্দনবার্তা পাঠিয়েছিলেন শেখ হাসিনা ও খালেদা জিয়া। ভারতে হিন্দুত্ববাদী দল বিজেপির ক্ষমতারোহনে বাংলাদেশে তার প্রভাব নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে মোদির সঙ্গে সরাসরি কথা বললেন দুই নেত্রী। প্রতিবেশী দেশটিতে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের বিদায় বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের জন্য অস্বস্তির কারণ হবে কেউ কেউ মনে করছেন, যদিও দলটির নেতারা তা নাকচ করে আসছেন। ভারতের ক্ষমতার পরিবর্তনের প্রভাব বাংলাদেশে পড়বে না বলে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল এখন বললেও গত বছর সংসদ নির্বাচনের আগে দলটির একাধিক নেতা আওয়ামী লীগকে ‘মদদ’ দেয়ার জন্য কংগ্রেস সরকারকে দায়ী করেছিলেন।