বেনাপোল সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, যশোরঃ বেনাপোলের পুটখালি সীমান্তে সিরাজুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। রোববার গভীর রাতে পুটখালির বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলা কায়েমকোলা গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। নিহতের স্বজনেরা জানান, সিরাজুল ইসলামসহ একদল গরু ব্যবসায়ী রোববার গভীর রাতে ভারত থেকে গরু নিয়ে পুটখালি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরছিল। এ সময় ভারতের আংরাইল বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও সিরাজুল ইসলাম ধরা পড়ে বিএসএফের হাতে। তাকে ক্যাম্পে নিয়ে পিটিয়ে হত্যা করে বিএসএফ। মৃত্যু নিশ্চিত হয়ে তাকে সীমান্তে ফেলে রাখে। সাথে থাকা কয়েকজন সঙ্গী লাশ বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে। ঘটনার সত্যতা স্বীকার করে খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদউদ্দিন জানান, পুটখালি সীমান্তে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, পুটখালি সীমান্তে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। লাশ থানায় আনার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।