ওসমানী মেডিকেলে নার্সকে পিটিয়েছেন ইন্টার্ন ডাক্তাররা
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিলেটঃ সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক নার্সকে পিটিয়ে গুরুতর আহত করেছেন ইন্টার্ন ডাক্তাররা। রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাসেবা দেওয়াকে কেন্দ্র করে বিএসসি নার্সিং তৃতীয় বর্ষের ছাত্র প্রলয়ের সঙ্গে ইন্টার্ন ডাক্তার জনি ও তোফায়েলের কথা কাটাকাটি হয়। এসময় ইন্টার্ন ডাক্তাররা হাসপাতালের চতুর্থ তলার ৫ নম্বর ওয়ার্ডে প্রলয়কে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতেই ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা মুখোমুখি অবস্থান নেন। পরে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রকিব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, প্রলয়কে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের চতুর্থ তলার ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। এ ঘটনার জের ধরে সোমবার সকালে আবারও হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হচ্ছেন ইন্টার্ন ডাক্তার ও নার্সরা। এ মুহূর্তে হাসপাতালে উত্তেজনা বিরাজ করছে। হাসপাতালের সহকারী পরিচালক তন্ময় ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।