খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন মন্ত্রিসভায় অনুমোদন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রতিশ্রুতির তিন বছর পর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০১৪’র চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা সফরের সময় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলেন। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত এই বিশ্ববিদ্যালয়ের আইন ও কাঠামো থাকবে বলে অনুমোদিত আইনে উল্লেখ রয়েছে।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে ২০১৩ সালের ২৮ অক্টোবর মন্ত্রিসভা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের খসড়া অনুমোদন দিয়ে কিছু অনুশাসন দিয়ে আইন মন্ত্রণালয় পাঠিয়েছিল।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা আরো বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। কৃষি শিক্ষার জন্যই এই বিশ্ববিদ্যালয় হচ্ছে।