এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানি বন্ধে রিট
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় সংসদ সদস্যদের (এমপি) জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানি বন্ধ করার জন্য সরকারের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিটে অর্থ, বাণিজ্য ও মন্ত্রিপরিষদ সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী জানান, এমপিদেরকে শুল্কমুক্ত গাড়ি দেয়ার সিদ্ধান্ত সংবিধানের ৭, ১৯, ২৭, ৩১, ৬৮ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। সুতরাং এমপিদেরকে শুল্কমুক্ত গাড়ি না দিতে নির্দেশনা ও তাদেরকে শুল্কমুক্ত গাড়ি দিতে সরকারের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রুল জারি করার জন্য বলা হয়েছে। একই সঙ্গে রুল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এমপিদের এ গাড়ি দেয়ার কার্যক্রম স্থগিত রাখারও নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে রিটকারী আইনজীবী শুল্কমুক্ত গাড়ি আমদানি বন্ধে বিবাদীদের আইনি নোটিশ পাঠান।