বিদেশি বন্ধুদের পুনরায় ক্রেস্ট দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সম্মাননা ক্রেস্ট জালিয়াতির ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশি বন্ধুদের পুনরায় সম্মাননা ক্রেস্ট দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের একজন সদস্য সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন। রিটে মন্ত্রী পরিষদ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট আট জনকে বিবাদী করা হয়েছে। সম্মাননা পদক জালিয়াতিতে জড়িতদের কাছ থেকে টাকা তুলে পুনরায় বিদেশি বন্ধুদের সম্মাননা প্রদানের নির্দেশনা দিতেও রিটে আবেদন করা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে সম্মাননা পদকে স্বর্ন জালিয়াতির ঘটনার তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের নির্দেশনাও চাওয়া হয়েছে। এর আগে গত ১৫ মে সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ স্বাধীনতা সম্মাননা পদক প্রদান জালিয়াতির ঘটনায় তদন্ত করে দোষীদের কাছ থেকে টাকা আদায়ে মুক্তিযুদ্ধ বিষয়ে মন্ত্রণালয়ের সচিবসহ সাতজনকে আইনি নোটিশ পাঠান। ওই নোটিশের পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সোমবার এই রিট দায়ের করা হয়।