ধামরাই, মির্জাপুর ও গোবিন্দগঞ্জে নিহত ৮
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ধামরাইয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। অন্যদিকে টাঙ্গাইলের মির্জাপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছে তিন জন। এ ছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক দিনমজুরসহ দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ৩০ জন। ধামরাই: ঢাকার ধামরাইয়ে একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে ধামরাইয়ের কালামপুর এলাকায় অবস্থিত প্রতিক সিরামিকসের একটি শ্রমিকবাহী বাস (ঢাকা-চ-৮২১) সাভার থেকে শ্রমিক নিয়ে কারখানার উদ্দেশে যাওয়ার সময় ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়ায় অন্য একটি গাড়ীকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহানারা নামে নারী শ্রমিকের মৃত্যু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হলে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও দুজন। এ দুজন হলেন অর্চনা রানী (৩০) ও রওশন আরা (২৫)। ধামরাইয়ের জয়পুরার বাসিন্দা জাহানারা ও সাতক্ষীরার রওশন আরা প্রতিক সিরামিকের শ্রমিক ছিলেন। ওই কারখানার নিরাপত্তারক্ষী ছিলেন অর্চনা। প্রতিক সিরামিকসের এইচআর এডমিন মোহাম্মদ গিয়াস উদ্দিন হাসপাতালে আরও দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। ধামরাই থানার উপ-পরিদর্শক (এএসআই) জলিল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। টাঙ্গাইল: জেলার মির্জাপুর উপজেলার পুস্তকমারী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার মির্জাপুর ফিলিংস্টেশনের সামনে এদুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। গোরাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জোবায়েদ জানান, ভোররাতে ঢাকাগামী মুরগিবোঝাই ট্রাক উপজেলার পুস্তকপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুরগিবোঝাই ট্রাকের তিনযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবু হানিফ নামে এক দিনমজুরসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হন অন্তত ৩০ জন। মঙ্গলবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের পান্থাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিনমজুর কুড়িগ্রাম জেলার বাসিন্দা। অপর নিহত ও আহতদের নাম জানাতে পারেনি পুলিশ। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।