পুলিশ দম্পতি হত্যায় জামিন পেল গৃহপরিচারিকা সুমি
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় জামিন পেয়েছে তাদের গৃহপরিচারিকা খাদিজা আক্তার সুমি। মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর প্রথম অতিরিক্ত দায়রা জজ ও কিশোর অপরাধ আদালতের বিচারক জাকিয়া পারভিন এ আদেশ দেন। সুমিকে পিতা অথবা মায়ের জিম্মায় ২০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে মামলাটিতে পুলিশ দম্পতিকে হত্যায় সহযোগিতার অভিযোগে সুমির বিরুদ্ধে চার্জ গঠন করে ২৬ জুন থেকে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। চার্জ গঠনের উদ্দেশ্যে সুমিকে গাজীপুরের টঙ্গিতে অবস্থিত কিশোর সংশোধন কেন্দ্র থেকে আদালতে হাজির করা হয়। বিচারক দোষী না নির্দোষী বলে জানতে চাইলে সুমি নিজেকে নির্দোষ দাবি করে। এরপর পুলিশ দম্পতি হত্যার ঘটনায় অভিযোগ গঠন করা হয় তার বিরুদ্ধে। গত ৬ মে ঐশী রহমানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। আগামী ৫ জুন সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। অভিযুক্ত অন্যরা হলো- ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনি ও মিজানুর রহমান রনি। এদিন গৃহপরিচারিকা সুমি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় কিশোর আদালতে বিচারের জন্য নথিটি ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেন। একই সঙ্গে সুমির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আজ (মঙ্গলবার) দিন ধার্য করেন। গত ৯ মার্চ মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (পূর্ব) পরিদর্শক মো. আবুল খায়ের মাতুব্বর আসামিদের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন। ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজ বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক (ইন্সপেক্টর) মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পর দিন তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় আত্মসমর্পণ করেন।