ভালো ভালোই নির্বাচন দিন: মির্জা ফখরুল
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রশাসন, নির্বাচন কমিশনকে বর্তমান সরকার ধ্বংস করে দিয়ে এখন বিচার বিভাগকে দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে তিনি হুঁশিয়ার করে বলেন, নির্বাচন দিতে হবে। যে নির্বাচন করেছেন- এটা কোনো নির্বাচন নয় । এ নির্বাচনে জনগণের সর্মথন নেই। জনগণ এ নির্বাচন মেনে নেয়নি। এখনো সময় আছে, ভালো ভালোই নির্বাচনের ব্যবস্থা করেন। তা নাহলে জনগণ আপনাদের নিবার্চন দিতে বাধ্য করবে । সোমবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিরুদ্ধে মিথ্যা মামলা ও আদালত পরিবর্তনের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। দেশে যত হত্যা ও গুম হচ্ছে এর সব দায়িত্ব শেখ হাসিনাকে নিতে হবে বলে মন্তব্য করেছেন দলের যগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান। তিনি বলেন, এতো হত্যাকান্ড, মানুষের এতো আহাজারি শেখ হাসিনা আপনার কানে যাচ্ছে না। একদিন জনতার আদালতে আপনার বিচার হবে। নদীর স্বাভাবিক গতির মুখে যদি বাঁধ দেয়া হয়- তাহলে সেই বাঁধ স্রোতে ভেঙ্গে যাবে। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা।