র্যাব থেকে সেনা সদস্যদের এখনই প্রত্যাহারের দাবি খোকার
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ‘এ সরকার জনগনের সরকার নয়’ উল্লেখ করে বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, বর্তমান সরকার চোর, ডাকাত, খুনি আর সন্ত্রাসীদের সরকার। সে জন্য জনগণের কথা ভাববার সময় নেই তাদের। এখন এ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে এদেরকে ক্ষমতা থেকে সরাতে হবে। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিরুদ্ধে মিথ্যা মামলা ও আদালত পরিবর্তনের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। র্যা ব থেকে সেনাবাহিনীর সদস্যদের এখনই প্রত্যাহারের দাবি করে খোকা বলেন, র্যাব গঠন করা হয়েছে সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা থেকে সদস্য নিয়ে। কিন্তু বর্তমানে র্যা বের কর্মকাণ্ডে সংস্থাটির ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। যেহেতু এ বাহিনীতে সেনাবহিনীর সদস্যরা কাজ করছেন, তাই এসব র্যা ব সদস্যদের জন্য সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, র্যাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে সরকার। তাই সেনাবাহিনীর সদস্যরা এ দায় নিতে পারে না। এ কারণে সেনাবাহিনীর উচিত হবে তাদের সদস্যদের র্যাব থেকে প্রত্যাহার করা। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। বক্তৃতা করেন দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ।