পুঁজিবাজারে আট মাসে সর্বনিম্ন লেনদেন

DSEরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত আট মাসের মধ্যে মঙ্গলবার সর্বনিম্ন লেনদেন হয়েছে। এদিন লেনদেন ২শ’ কোটি টাকার নিচে নেমে এসেছে। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আস্থাহীনতার প্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার দিনশেষে ‍ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯৬ কোটি ৭৯ লাখ টাকার। এর চেয়ে কম পরিমান লেনদেন হয়েছিল গত বছরে। আগের বছরের ২২ অক্টোবর ডিএসইতে ১৮৮ কোটি টাকার শেয়ার লেদেন হয়েছিল। তবে আজ দিনের শেষে প্রধান সূচক সামান্য কমেছে। বিশ্লেষকদের মতে, নানা ইস্যুতে পুঁজিবাজারে লেনদেনের পরিমান কমে যাচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে কোম্পানির পরিচালকদের দুই শতাংশ কোম্পানির শেয়ার ধারণের ইস্যু। হাইকোর্টের নির্দেশে বিষয়টিতে এখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) সিদ্ধান্তহীনতায় ভুগছে। এই বিষয়কে কেন্দ্র করে বিনিয়োগকারীরা মনস্তাত্ত্বিক জটিলতায় ভুগছে। অন্যদিকে, ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি হবে। বাংলাদেশের পুঁজিবাজার কেমন হবে। এই সব চিন্তা থেকে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে এক ধরণের আতঙ্কবোধ করছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনভর সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলতে থাকে। দিনের শেষে অন্য দুই সূচক ইতিবাচক প্রবণতায় ঘুরে যেতে পারলেও প্রধান সূচক ঘুরে দাঁড়াতে পারেনি। ডিএসই প্রধান সূচক দশমিক ৭৭ পয়েন্ট কমে গেছে। এই সূচকের অবস্থান দাঁড়িয়েছে চার হাজার ৩৬৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৭১ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়েছে। এই সূচক এক হাজার ৫৮৯ পয়েন্টে অবস্থান নিয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। লেনদেনের শীর্ষে থাকা ডিএসইর দশ কোম্পানি হচ্ছে- হা-ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, এমজেএল বাংলাদেশ, ইস্টার্ন হাউজিং লিমিটেড, ডেল্টা লাইফ, হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড, অ্যাকটিভ ফাইন এবং মতিন স্পিনিং। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিনভর মিশ্র প্রবণতায় লেনদেন চলতে থাকে। তবে দিন শেষে সিএসইর সব ধরণের সূচক বেড়েছে। মঙ্গলবার সিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমান কমেছে। আজ লেনদেন হয়েছে ১৫ কোটি টাকা। আর গতকাল লেনদেন হয়েছিল ১৮ কোটি টাকা। সিএসই সার্বিক সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৩২ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ১৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ