র্যাবের ১৮ সদস্য পুনরায় বহাল
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কর্মস্থল থেকে প্রত্যাহার হওয়া র্যাব-৩-এর ১৮ কর্মকর্তাকে আবার তাঁদের আগের জায়গায় ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার র্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে।
গতকাল সোমবার সকালে ওই ১৮ জনকে সরিয়ে দেওয়ার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অফিসিয়াল সংবাদ সাইট ডিএমপি নিউজে ‘এবার অর্থ আত্মসাতে ১৮ র্যাব সদস্য প্রত্যাহার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব-৩-এর সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর আলী আহসানসহ ১৮ জনকে প্রত্যাহার করেছে সদর দপ্তর। তবে র্যাব সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, তাঁদের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এটা রুটিন রদবদল। একই সঙ্গে ডিএমপি নিউজে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যাচার’ বলে উল্লেখ করে র্যাব।
এরপর আজ ওই কর্মকর্তাদের আবারও আগের পদে ফিরিয়ে আনা হলো। র্যাবের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এবিসি নিউজ বিডিকে বলেন, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য তাঁদের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আগের পদে ফেরত পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে বিকেলে মেজর আলী আহসানের সরকারি নম্বরে ফোন করা হলে ওপাশ থেকে বলা হয়, ‘স্যার ভুল করে ফোনটি অফিসে ফেলে গেছেন।’ তাঁর ফোনটি দিতে একজন র্যাব সদস্য বাসায় যাচ্ছেন বলে জানানো হয়।