সাকিব ঝড়ে কলকাতার জয়

Pepsi IPL 2014 - Match 47 KKR v CSKস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাকিব আল হাসানের ‘ঝড়ো’ ব্যাটিংয়ে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

১২ ম্যাচে সপ্তম জয়ে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা। রান-রেটে তাদের চেয়ে এগিয়ে তিন নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। আর সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা চেন্নাইয়ের এটি চতুর্থ হার।


মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৫৪ রান করে চেন্নাই।

ব্রেন্ডন ম্যাককালামের (২৮) সঙ্গে ৫৫ ও ফাফ দু প্লেসির (২৩) সঙ্গে ৬২ রানের দুটি জুটি উপহার দিয়ে দলকে ২ উইকেটে ১২২ রানে পৌছেঁ দিয়েছিলেন সুরেশ রায়না।

সাকিবের বলে দুবার জীবন পাওয়া রায়নার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৫ রান। তার ৫২ বলের ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৩টি চার।

শেষ দিকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আক্রমণাত্মক ব্যাটিংয়ে দেড়শ’ পার হয় অতিথিদের সংগ্রহ।

কলকাতার পক্ষে সুনীল নারায়ণ, প্যাট কামিন্স ও পীযুষ চাওলা একটি করে উইকেট নেন। ৪ ওভার বল করে ৩০ রান দেন সাকিব।

জবাবে ১২ বল অব্যবহৃত রেখেই লক্ষ্যে পৌছেঁ যায় টানা পঞ্চম জয় পাওয়া কলকাতা।

গৌতম গম্ভীরের (২১) সঙ্গে ৭ ওভার স্থায়ী ৬৪ রানের উদ্বোধনী জুটি গড়ার পর দলকে ১ উইকেটে ৯৮ রানে পৌছেঁ দেন রবিন উথাপ্পা (৬৭)। তার ৩৯ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ১টি ছক্কা।

চার নম্বরে ফিরে ২১ বলে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে অপরাজিত ৪৬ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে দুই ওভার অব্যবহৃত রেখেই স্বাগতিকদের জয় এনে দেয়ার কৃতিত্ব সাকিবের।

এই রান করার পথে মনিশ পাণ্ডের (অপরাজিত ১৮) সঙ্গে ৩৮ বলে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি গড়েন সাকিব।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ