এবার অবৈধ সম্পদের খোঁজে নামছে দুদক

3 rab officerসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়নগঞ্জে প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যা মামলার প্রধান আসমি নূর হোসেনসহ অভিযুক্ত সেনা ও নেী-বাহিনী থেকে চাকরি হারানো র‌্যাব-১১’র সাবেক তিন কর্মকর্তার অবৈধ সম্পদ অনুসন্ধানে নামছে দুদক। ইতিমধ্যেই এসবের অনুসন্ধান শুরু করেছে দুদকের একটি দল।
বুধবার দুপুর ১২টায় ঢাকার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে মিডিয়া সেন্টারে আয়োজিত মাসিক প্রেস ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এতথ্য জানান।
কমিশন সচিব সাংবাদিকদের বলেন, নারায়নগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের ঘটনায় নূর হোসেন ছাড়াও অভিযুক্ত র‌্যাব-১১’র সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেন ও নারায়নগঞ্জের সাবেক ক্যাম্প প্রধন লে. কমান্ডার এম এম রানার জ্ঞাত আয় বহির্ভূত কত সম্পদ ও ব্যাংক হিসাবে কত অর্থ আছে, তা যাচাই বাছাই করবে কমিশন।
ফয়জুর রহমান চৌধুরী আরো বলেন, ‘আমরা নূর হোসেনের সম্পদের তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। এ ছাড়া র‌্যাবের ওই তিন কর্মকর্তার সম্পদের বিষয়ে খোঁজ-খরব নেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জের সত খুনের পেছনে আর্থিক লেনদেন হয়েছে কিনা, হলে সেই অর্থ এখন কোথায়, এসব বিষয় প্রাধান্য দিয়ে তদন্তে নামছে দুদক কর্মকর্তারা ।
চাঞ্চল্যকর এই ৭ খুনের ঘটনায় অভিযুক্ত র‌্যাব-১১’র সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেন ও নারায়নগঞ্জের সাবেক ক্যাম্প প্রধন লে. কমান্ডার এম এম রানা বর্তমানে নারায়নগঞ্জ পুলিশের কাছে রিমান্ডে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল একটি মামলায় হাজিরা দিয়ে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নাসিক প্যানেল মেয়র নজরুল ইসলাম ও এাডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর ৩০ এপ্রিল নারায়নগঞ্জের শীতালক্ষা নদী থেকে নজরুল ও চন্দন সরকারসহ অপহৃত ৬ জনের এবং এর একদিন পর ১ মে বাকি ১ জনের লাশ উদ্ধার করা হয়।
অপহরণে সংশ্লিষ্টতার অভিযোগ উত্থাপিত হওয়ায় র‌্যাবের-১১ সিও (অধিনায়ক) লে.কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারনে নারায়নগঞ্জের জেলা প্রশাসক মনোজকান্তি বড়াল ও জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে ২৯ এপ্রিল প্রত্যাহার করা হয়। এর পর সংশ্লিষ্টতার অভিযোগ স্পষ্ট হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে ৬ মে লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেনকে সেনাবাহিনী থেকে এবং নারায়নগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম.এম রানাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
নিহত নজরুল ইসলাম নাসিক প্যানেল মেয়র ছাড়াও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং যুবলীগের কে›ন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন। নিহত অন্যরা হচ্ছেন- অ্যাডভোকেট চন্দন সরকার, তার গাড়ি চালক জাহাঙ্গীর, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সংগঠনের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সহ-সভাপতি তাজুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের যুবলীগ কর্মী মনিরুজ্জামান স্বপন, লিটন ও গাড়ি চালক ইব্রাহিম।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ