মোদির শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাসহ প্রতিবেশী নেতাদের আমন্ত্রণ

Modiআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের নওয়াজ শরীফসহ সার্কভূক্ত প্রতিবেশী দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে। সোমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি। এনডিটিভির খবরে বলা হয়, প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের সময় সার্কভূক্ত প্রতিবেশীসহ বিশ্বনেতাদের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর অনুরোধ করেন মোদি। তার ইচ্ছানুযায়ী ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এরই মধ্যে আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে। কোন ভারতীয় প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে বিদেশি নেতাদের আমন্ত্রণের সাম্প্রতিক ইতিহাস নেই। এবার সেটা হতে যাচ্ছে মোদির ইচ্ছায়। এতে প্রতিবেশী বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পাশপাশি অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হবে। বিজেপি ইঙ্গিত দিয়েছে যে, মোদি নতুন পররাষ্ট্রনীতি তৈরি করে সে অনুযায়ী কাজ করবেন। নির্বাচনি প্রচারণায় কংগ্রেসের বিদেশনীতিকে দুর্বল ও হাস্যকর বলে এরই মধ্যে তা ছুড়ে ফেলেছেন মোদি। মোদির সার্কভূক্ত নেতাদের আমন্ত্রণকে বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণের বিষয়টিকে ‘এক্সিলেন্ট’ বলে প্রশংসা করেছেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। এর আগে বিজেপি প্রেসিডেন্ট রাজনাথ সিং বলেছিলেন, মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে ৩ হাজারের মতো মানুষকে আমন্ত্রণ জানানো হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ