১৯৭১ সালের আগে যাওয়া বাংলাদেশীরা ভারতের নাগরিক
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ১৯৭১ সালের আগে যেসব বাংলাদেশী ভারতে গিয়েছেন ও সেখানে বসবাস করছেন তারা দেশটির নাগরিক। তাদের ভোট দেয়ার অধিকার রয়েছে বলে এক রায়ে জানিয়েছে দেশটির মেঘালয় রাজ্য হাইকোর্ট। রায়ে কোট বলেছে, ২৪ মার্চ ১৯৭১ সালের আগে যেসব বাংলাদেশী ভারতের মেঘালয় রাজ্যে গিয়ে স্থায়ী হয়েছেন তাদেরকে ভারতীয় বিবেচনা করে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করতে হবে। নাগরিকত্ব সন্দেহজনক বিবেচনা করে মেঘালয়ের রিভোই জেলা প্রশাসন ভোটার তালিকায় নাম উঠাতে অস্বীকার করলে ৪০ বাংলাদেশী শরণার্থীর করা এক রিটের জবাবে এমন রায় দিয়েছে হাইকোর্ট। ডেপুটি কমিশনার তাদের নাগরিকত্ব সনদ কেড়ে নিলে আদালতে যান তারা। বিচারক এস আর সেন ডেপুটি কমিশনার পূজা পান্ডেকে আদেশ দিয়েছেন তাদের নাগরিকত্ব সনদ ফিরিয়ে দিতে। ১৫ মে’র ওই রায়ে একইসঙ্গে আগামী নির্বাচনের আগে তাদেরকে ভোটার করারও আদেশ দেয়া হয়েছে। রায়ে বিচারক বলেন, কাদেরকে রাখা হবে আর কাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা রয়েছে। তিনি বলেন, এটা স্পষ্ট যে, পিটিশনকারীদের পিতা-মাতারা ২৪ মার্চ ১৯৭১ সালের আগে ভারতে গিয়েছেন। বিচারক বলেন, তারা যেহেতু আমজং গ্রামে স্থায়ী বসবাসের অধিকার অর্জন করেছেন সেহেতু তাদেরকে দেশে ফেরত পাঠানোর কোন প্রশ্নই উঠে না। তাদেরকে বাংলাদেশী নাগরিক বলার বিষয়টিও বাতিল করে দিয়েছেন এস আর সেন। একইসঙ্গে রাজ্য ও কেন্দ্র সরকারকে আদেশ দেয়া হয়েছে যাতে তাদেরকে কোন ধরনের উত্যক্ত করা না হয়। বিপরিতে তাদেরকে যথাযতভাবে পুনর্বাসন করার নির্দেশনা দেয়া হয়েছে।