একেএস এবার বগুড়ায়
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, বগুড়াঃ অপহরণ প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন এলাকার পর এবার বগুড়া জেলায় অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড (একেএস) গঠন করা হয়েছে। জেলায় অপহরণ প্রতিরোধ ও প্রতিহত করার লক্ষ্যে চৌকস অফিসারদের সমন্বয়ে সাত সদস্য বিশিষ্ট এ বিশেষ টিম গঠন করা হয়েছে। এ টিমের প্রধান হলেন সিনিয়র এএসপি মোহাম্মাদ নাজির আহমেদ খান। সহকারী পুলিশ সুপার (সদর) ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. গাজিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বিশেষ টিম বগুড়া জেলা এলাকায় যেকোনো অপহরণের ঘটনা জানামাত্র ভিকটিমকে উদ্ধারের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করাসহ অপহরণকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করবে। কোথাও কেউ অপহরণের বিষয়ে জানতে পারলে ০১৭১৩-৩৭৪০৫৭ বা ০১৭১৩-৩৭৪০৫৮ নম্বরে যোগাযোগ অথবা seniorasphqbogra@police.gov.bd বা aspacirclebogra@police.gov.bd ঠিকানায় ইমেইল পাঠানোর জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। পাশাপাশি সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করার জন্য অনুরোধ করা হয়।