বাস মাছ বাজারে ঢুকে নিহত ১, আহত ২৪
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গা শহরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মাছ বাজারে ঢুকে পড়েছে। এতে বাসের চাপায় এক যুবক নিহত ও ২৪ জন আহত হয়েছেন।
বুধবার বিকেলে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি মাছ বাজারে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা একটি বাস বেপরোয়া গতিতে চুয়াডাঙ্গা অভিমুখে আসছিল। বাসটি শহরের ভালাইপুরে আসার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি মাছ বাজারের ভেতর ঢুকে পড়ে। এতে বাস চাপা পড়ে বাজার থাকা ২৫ জন আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়।
নিহত যুবক গঙ্গা (৩৫) দামুড়হুদা উপজেলার কালিয়াখালী গ্রামের রাজ কুমারের ছেলে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ ব্যবসায়ীরা চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক অবরোধ করে। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে এক ঘণ্টা পর অবরোধ তুলে দেয়।