৮০ হাজার অবৈধ বাংলাদেশি রয়েছে মালদ্বীপে
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র দেশ মালদ্বীপে ৮০ হাজার অবৈধ বাংলাদেশি রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সফররত মালদ্বীপ সরকারের একটি প্রতিনিধি দল। শিগগিরই এসব অবৈধ অভিবাসীদের দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। বুধবার বিকেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)’র সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তারা। এসময় দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। প্রতিনিধিরা বলেন, মালদ্বীপ দক্ষিণ এশিয়ার অত্যন্ত ক্ষুদ্র একটি দেশ। অর্থনৈতিকভাবেও এ দেশটি খুব বেশি শক্তিশালী নয়।বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে অত্যন্ত সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সম্পর্ককে আরো শক্তিশালী করে উভয় পক্ষেরই লাভবান হওয়ার সুযোগ রয়েছে।তাই অবৈধ উপায়ে নয় বরং বৈধভাবে প্রশিক্ষিত জনবল পাঠিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে আহ্বান জানান তারা। এলক্ষ্যে বৈধভাবে মালদ্বীপের ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়াতেই তাদের এই সফর বলেও জানান তারা। প্রতিনিধি দলের সদস্যরা হলেন, মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আতাউল্লাহ আহমেদ রাশেদ, শ্রম কর্তৃপক্ষের ইনভেস্টিগেশন অফিসার মরিয়ম রাফেজা, ইমিগ্রেশন অফিসার হাসান খলিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মেদ রাশেদ ও পরিচালক হোসাইন মানিউ, আইএমও মালদ্বীপের প্রোগ্রাম ম্যানেজার আলিয়া হিরজি ও আইএমও মালদ্বীপের লোকাল কনসালটেন্ট আসনা লুতফি। এ সময় বায়রার প্রেসিডেন্ট মো: আবুল বাশার, মহাসচিব মনসুর আহমেদ কালামসহ সংগঠনের উর্ধ্বতন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে বায়রা নেতারা সাংবাদিকদের জানান, মালদ্বীপে অবস্থানরত ৮০ হাজার অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রতিনিধিরা। এছাড়া বৈধ উপায়ে কোনো কোনো খাতে মালদ্বীপে জনশক্তি কাজে লাগানো যায় কি না এসব বিষয় আলোচনায় স্থান পেয়েছে।