পুলিশের হেফাজতে চা দোকানির মৃত্যুর অভিযোগ

ashuliya আশুলিয়াসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সাভারের আশুলিয়ায় পুলিশি হেফাজতে এক চা-দোকানির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রিপন (৩০) নামে ওই চা-দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তার স্বজনরা অভিযোগ করেন। বুধবার রাত ১২টার দিকে থানায় এ হত্যার অভিযোগ ওঠে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ দাবি করছে, রিপনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। নিহত রিপনের স্ত্রী সাথী আক্তার জানান, বুধবার রাতে রিপন তাকে নিতে নবীনগর বাসস্ট্যান্ডে আসেন। এ সময় থানার অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন তাকে এবং রিপনকে আটক করে মারধর করেন। পরে পুলিশ রিপনকে থানার পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। নিহতের ছোট ভাই জুয়েল অভিযোগ করে বলেন, আশুলিয়া থানার এএসআই আনোয়ার হোসেন অন্য এক ব্যক্তির মাধ্যমে মোবাইল ফোনে রিপনকে ছেড়ে দেওয়ার শর্তে টাকা দাবি করে। জুয়েল বলেন, থানায় খোঁজ নিয়ে রিপনকে না পেয়ে নবীনগর বাসস্ট্যান্ডে যাই। পরে রাত পৌনে ১২টায় এএসআই আনোয়ার জানান রিপন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এদিকে, আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে হত্যার বিষয়টি অস্বীকার করে বলা হয়, পার্শ্ববর্তী বিশমাইল এলাকায় ট্রাকের ধাক্কায় রিপন আহত হয়। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডা. কৌশিক ও সেবিকা তানিয়া জানিয়েছেন, রিপনকে হাসপাতালে ভর্তি করার আধা ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। অপরদিকে, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে আসা পুলিশের উপপরিদর্শক আজাহারুল ইসলামের কাছে রিপনের মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি জানাতে অপরাগতা প্রকাশ করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ