সুন্দরবনের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি

Sundorbon Fire  সুন্দরবন আগুনরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বাইশেরছিলা এলাকার আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে জানিয়েছে দমকলবাহিনী। বৃহস্পতিবার সকালেও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে বনবিভাগ ও দমকলবাহিনী। বুধবার বিকেল ৫টার দিকে ওই রেঞ্জের গুলিশাখালী ও আমুরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের মাঝামাঝি বাইশেরছিলা এলাকায় বনে আগুনের সূত্রপাত হয়। বনজীবীরা এ আগুন লাগার বিষয়টি বন বিভাগকে জানান। এ ব্যাপারে মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার স ম আরিফুল হক জানান, বৃহস্পতিবার ভোর ৪টা থেকে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। তিনি জানান, তার ইউনিটের ১২ সদস্য এবং বনবিভাগ ও স্থানীয় শতাধিক ব্যক্তি আগুন নিয়ন্ত্রণের জন্য সহযোগিতা করছেন। চাঁদপাই রেঞ্জের কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শুষ্ক মৌসুমে পাতা ঝরে পড়ে ও বনের গাছপালার শিকড় মরে এক ধরনের গ্যাসের সৃষ্টি হয়। কোনো বনজীবীর সিগারেট বা মৌয়ালদের ফেলে দেওয়া আগুন ওই গ্যাসের সংস্পর্শে এলে বনে আগুন ধরে যায়। ওই এলাকায় প্রায় প্রতিবছরই এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে জানান তিনি। সুন্দরবনের পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আমীর হোসাইন চৌধুরী জানান, ওই এলাকায় বড় কোনো গাছ নেই। ছোট গাছপালা পুড়ছে। আগুন বনের নিচ থেকে ছড়াচ্ছে। উপরে ওঠেনি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ