পোশাক শ্রমিকদের বিক্ষোভ : আটক ৩

 
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আগে না জানিয়ে কারখানা বন্ধ করায় রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একদল পোশাক শ্রমিক। বিরোধী দলের হরতালের মধ্যে বুধবার সকালে শেওড়াপাড়ায় এই বিক্ষোভের সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

garmnts

প্রত্যক্ষদর্শীরা জানান, শানিন গ্রুপের আটটি কারখানার শ্রমিকরা সকালে কাজে এসে কারখানা তালাবদ্ধ এবং দুদিনের বন্ধের নোটিস দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন।

এরপর পোশাক শ্রমিকরা রাস্তায় মিছিল শুরু করলে পুলিশ লাঠিপেটা করে এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময় কয়েকজন শ্রমিক আহত হন। এদের মধ্যে সখিনা বেগম (৪৫) এবং তার মেয়ে শিরীনকে ১০ নম্বরের এক্সিম ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শানিন গ্রুপের কারখানা এমএম শার্ট গার্মেন্টের কর্মী সুমি এবিসি নিউজ বিডিকে বলেন, “আমরা আমাদের পাঁচ দফা দাবিতে মেটাতে মালিককে অনুরোধ করে আসছিলাম। মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি যাই।”

“বুধবার সকালে এসে দেখি গেটে তালা মারা। মালিক কাউকে কিছু না জানিয়ে কারখানা দুই দিনের জন্য বন্ধ করে দিয়েছেন।”

একই গ্রুপের আলফা গার্মেন্টের অপারেটর মো. জামাল বলেন, “সকালে এসে দেখি কারখানা বন্ধ। তখন আমরা বিক্ষোভ শুরু করি।”

ঢাকা মহানগর পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী উপকমিশনার ইফতেখার আহমেদ বলেন, মালিক শ্রমিকদের সঙ্গে বসবেন বলে শুক্রবার সময় দিয়েছিলেন। তার আগেই শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। তবে কথাটার সত্যতা কতটুকু তা জানা যায়নি। কারন শ্রমিকরা এ ব্যাপারে কিছুই জানে না বলে জানা যায়।

তিনজনকে আটকের তথ্য জানান মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ