র‌্যাবের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত চায় যুক্তরাষ্ট্র

dan w mojina ড্যান ডব্লিউ মজিনাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে থাকা র‌্যাবের এক অনুষ্ঠানে গিয়ে এই বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা।

নারায়ণগঞ্জে সাত খুনে র‌্যাবের তিন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগের প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাজধানীর র‌্যাব সদর দপ্তরে অপরাধী সনাক্তকরণ এবং প্রশিক্ষক কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

মজীনা বলেন, “সব ধরনের মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের অভিযোগের সময়োচিত, বিশ্বাসযোগ্য ও পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করতে সরকারের প্রতি আহ্বান রাখছি।”

র‌্যাবের বিরুদ্ধে আসা অভিযোগের তদন্ত প্রতিবেদন ‘স্বচ্ছভাবে’ জনগণের সামনে তুলে ধরার আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, “সাম্প্রতিক ঘটনাবলি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর একটি কালো ছায়া ফেলেছে।”

র‌্যাবের আট সপ্তাহের এই প্রশিক্ষণ বাহিনীর অভ্যন্তরীণ তদন্ত সেলের কার্যকারিতা শক্তিশালী করতে সরকারের আন্তরিকতার পরিচয় বলে মনে করেন রাষ্ট্রদূত।

“আমি বিশ্বাস করি, এখন আগের চাইতেও এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যে, অভ্যন্তরীণ তদন্ত সেল নিজের উদ্যোগে র‍্যাব সদস্যদের কাজের তদন্ত শুরু করতে ভূমিকা রাখবে।”

“পাশাপাশি র‍্যাব সদস্যদের বাড়াবাড়ি ও নির্যাতন বিষয়ে জনগণ যখন রিপোর্ট করবে সেই অভিযোগে সাড়া দেবে।”

নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর দেশজুড়ে র‌্যাবের সমালোচনা হচ্ছে। র‌্যাব গঠনের সময় ক্ষমতায় বিএনপিও এই বাহিনী বিলুপ্তির দাবি তুলেছে।

২০০৩ সালে র‌্যাব গঠনের পর থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে র‌্যাবের সমালোচনায় মুখর বাংলাদেশের ও বিদেশের মানবাধিকার সংগঠনগুলো।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ