বাকশাল সরকারের হাতে গণতান্ত্রিক দেশ : শাহ মোয়াজ্জেম
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গণতান্ত্রিক দেশে বাকশাল সরকার বেশিদিন স্থায়ী হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ‘জেডফোর্স’ আয়োজিত ‘গণতন্ত্র ও শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শাহ মোয়াজ্জেম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, গণতান্ত্রিক দেশে মিটিং, মিছিল করার অধিকার সবারই আছে। অধিকার আদায়ের আন্দোলন করতে গেলেই পুলিশ তাতে বাধা দেবে এটা হতে পারে না। আমরা চাই না বঙ্গবন্ধুর পরিবারে যে ঘটনা ঘটেছিল, আপনার পরিবারে তা ঘটুক। কারণ বাকশাল কায়েম করার পরেই শেখ মুজিবকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিয়েছেন। গণতান্ত্রিক দেশে বাকশাল সরকার বেশিদিন স্থায়ী হয় না। তিনে বলেন, রাজপথে নেমে আন্দোলন করার অধিকার শেখ মুজিবুর রহমানের আমলে থাকলেও তার কন্যা শেখ হাসিনার আমলে নেই। জেডফোর্স সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মনির খান, ঢাকা মহানগর জাসাসের আহ্বায়ক আরিফুর রহমান প্রমুখ।