থাইল্যান্ডে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ থাইল্যান্ডের সেনাপ্রধান জেনারেল প্রায়ুথ চান-ওচা সরকারের নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছেন।
দেশে সামরিক আইন জারির দুদিনের মাথায় বৃহস্পতিবার এক টিভি সম্প্রচারে প্রায়ুথ জানান, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং রাজনৈতিক সংস্কার কাজের জন্য সেনাবাহিনী সরকারের নিয়ন্ত্রণ নিয়েছে।
থাইল্যান্ডে ৬ মাসের অস্থিরতার সমাধান খুঁজতে প্রতিদ্বন্দ্বী সব দলের সঙ্গে বৈঠক করার পর ক্ষমতা দখলের এ ঘোষণা দিলেন প্রায়ুথ। এ পদক্ষেপে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষুন্ন হবে না বলে জানিয়েছেন তিনি।
ব্যাংককে বিভিন্ন রাজনৈতিক দলের সভাস্থলগুলো সিল করে দিয়ে নেতাদের সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। কয়েকমাসের রাজনৈতিক বিশৃঙ্খলা এবং মঙ্গলবার সামরিক আইন জারির পর সেনাবাহিনী এ পদক্ষেপ নেয়।
বাংককে গত বছর শেষের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিলে অস্থিরতা ছড়িয়ে পড়ে। এরপর কয়েক মাস ধরে ব্যাংককের বিভিন্ন এলাকা দখল করে রাখে বিক্ষোভকারীরা।
এ মাসের শুরুর দিকে সাংবিধানিক আদালত ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইংলাককে পদত্যাগের নির্দেশ দেয়।
ইংলাকের ভাই থাকসিন সিনাওয়াত ২০০৬ সালে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটিতে ক্ষমতা লড়াই চলে আসছে।