রাজধানীতে পৃথক সাইকেল লেন নির্মাণের দাবিতে র্যালি
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঢাকা শহরের রাস্তায় পৃথক সাইকেল লেন নির্মাণের দাবি জানিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি । বৃহস্পতিবার এ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সাইকেল র্যালি থেকে এ দাবি জানানো হয়। কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদ এমপি সাইকেল র্যা লির নেতৃত্ব দেন। পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা এবং ঢাকা শহরের রাস্তায় সাইকেল লেন নির্মাণ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এ সাইকেল র্যা লির আয়োজন করে। এ র্যা লিটি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা হতে শুরু করে মানিক মিয়া এভিনিউ হয়ে আসাদ গেইটে গিয়ে শেষ হয়। সংসদ-সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেসাইকেল র্যালিতে অংশ নেয়।