খালেদার কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ

police পুলিশ নিরাপত্তাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসা এবং কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে অতিরিক্ত পুলিশ দেখা যায়। বিকেল ৪টায় নিজ বাসা থেকে গুলশানে তার নিজ কার্যালয়ে যান বেগম জিয়া। অন্যদিনের মতো সোজাপথে কার্যালয়ে না গিয়ে অন্যপথে যান তিনি। এদিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খালেদা জিয়ার বাসার সামনে কোনো অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়নি। পুলিশ নিয়মিত টহলে আছে। গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে প্রত্যক্ষদর্শী জানান, গুলশান থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে দুই প্লাটুন পুলিশ অবস্থান করছে। পুলিশের ভয়ে কোনো নেতাকর্মী সেখানে যাচ্ছেন না। তবে সিনিয়র কয়েকজন নেতা কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন। তাদের মধ্যে আছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নাগরিক সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু ওই সমাবেশের অনুমতি না থাকায় পুলিশ তাকে বাধা দেয়। এরপর সমাবেশের অনুমতির ব্যাপারে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির এক প্রতিনিধি দল। কিন্তু তাতেও অনুমতি মেলেনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ