অবশেষে হত্যা মামলায় গ্রেফতার, ৮ দিনের রিমান্ড
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সেভেন মার্ডারের মামলায় র্যাবের চাকরিচ্যুত দুই কর্মকর্তা সাবেক লে. কর্নেল তারেক সাঈদ ও মেজর আরিফের আবারো ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার বিকাল ৫টার পর সেভেন মার্ডারের মামলায় গ্রেফতার দেখিয়ে (শ্যোন অ্যারেস্ট) র্যাবের চাকুরিচ্যুত দুই কর্মকর্তাকে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
এরপর তাদের আবারো ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তারা। পরে বিচারক তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ৫ দিনের রিমান্ডে ছিলেন এই দুই সাবেক র্যাব কর্মকর্তা।
এর আগে র্যাব-১১ কমান্ডিং অফিসার লে. কর্নেল তারেক সাঈদ মাহমুদ এবং র্যাব-১১ মেজর আরিফ হোসেনকে শনিবার ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রোববার সেভেন মার্ডারের ঘটনায় গ্রেফতারকৃত র্যাবের অন্য চাকরিচ্যুত কর্মকর্তা শহরের পুরাতন কোর্ট এলাকাতে অবস্থিত র্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির সাবেক ইনচার্জ লে. কমান্ডার এম এম রানাকেও পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।