চিংড়ি রপ্তানীতে রাশিয়ার দাড় উন্মুক্ত হওয়ায় সন্তোষ প্রধানমন্ত্রীর
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশ থেকে চিংড়ি রপ্তানীতে রাশিয়ার দাড় উন্মুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এটা বর্তমান সরকারের সাফল্য।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ে অফিসকালে প্রধানমন্ত্রী এই সন্তোষ প্রকাশ করেণ। মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক সাংবাদিকদের এসব কধা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল থেকে দুপুর পর্যন্ত সচিবালয়ে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ে কর্মব্যাস্ত সময় অতিবাহিত করেণ। প্রধানমন্ত্রী এ সময় বর্তমান সরকারের এই মন্ত্রনালয়ের উন্নয়নমূলক গত তিন মাসের কার্যক্রম পর্যালোচনা করেন।
মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী দেশে রপ্তানী আয় বাড়াতে চিংড়ি রপ্তানীর উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে রাশিয়ায় চিংড়ি রপ্তানীর প্রতিবন্ধকতা দূর হয়ে রপ্তানীর দাড় উন্মুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
মোহাম্মদ ছায়েদুল হক জানান, প্রধানমন্ত্রী এটাকে তাঁর সরকারের সাফল্য হিসেবে অভিহিত করে বলেন, চিংড়ি রপ্তানীতে ইউরোপিয়ান ইউনিয়নে শতকরা ২০ ভাগ ইনেসফেকশন ছিল ম্যান্ডেটরি। বাংলাদেশের চিংড়ির প্রতি ইউরোপিয়ান দেশগুলোর আস্থা ছিল কম। আমরা আমাদের ল্যাবরেটরির মান উন্নয়নের মাধ্যমে সেই আস্থা ফিরিয়ে এনেছি।