একরাম হত্যায় মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বেরিয়ে এসেছে বলে বুধবার সাংবাদিকদের জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ। তিনি জানান, তদন্তের স্বার্থে এখনো কিছু প্রকাশ করা যাচ্ছে না। আটক আনোয়ার ও আলাউদ্দিনকে ওই হত্যা মামলার আসামি করা হয়েছে। তাদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হচ্ছে। তিনি আরো জানান, একরামুলের খুনিরা যাতে দেশ ছেড়ে না যেতে পারে সেজন্য চেকপোস্টগুলোতে চিঠি পাঠানো হয়েছে। এদিকে তদন্তের প্রয়োজনে জয়নাল হাজারী ও নিজাম হাজারীকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম। এর আগে বৃহস্পতিবার রাতে একরামুল হত্যার সাথে জড়িত সন্দেহে আনোয়ার ও আলাউদ্দিনকে আটক করা হয়। গত মঙ্গলবার শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে একরামুল হককে গুলি করে তার গাড়িয়ে আগুন দিয়ে তাকে হত্যা করে দুর্বত্তরা। এ সময় গাড়িচালক মামুনসহ আরো ৪ জন গুরুতর আহত হন।