উল্টো পথে গাড়ি চলাচল রোধক যন্ত্রের উদ্বোধন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সকাল ১১.০০ টায় হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার পাশে এ যন্ত্রের উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ জনাব হাসান মাহমুদ খন্দকার। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব বেনজীর আহমেদ, অতিঃ পুলিশ কমিশনার আবদুল জলিল, মিলি বিশ্বাস, শেখ মারুফ হাসান, যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, যুগ্ম-পুলিশ কমিশনার (ডিবি) মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, যানবাহনের আরোহীদের এবং পথচারীদের গমনাগমন নিরাপদ করার জন্য এ যন্ত্রের উদ্বোধন করা হয়েছে। তিনি আরও বলেন, আইন মানার বিষয়, প্রয়োগের বিষয় নয়। যখন আইন অমান্য করা হয়, তখন আইন প্রয়োগের ব্যাপারটি সামনে আসে। তার বিশ্বাস এ উদ্যোগ সকলের সচেতনতা বৃদ্ধি করবে এবং ট্রাফিক আইন কার্যকরভাবে প্রয়োগ করতে সহায়তা করবে।
এ ডিভাইসের উদ্দেশ্য সম্পর্কে আইজিপি বলেন, ট্রাফিক আইন অমান্য করে সড়কের উল্টো পথে যানবাহন চালালে শুধু ট্রাফিক আইন অমান্য নয়, বড় ধরণের দুর্ঘটনারও ঝুঁকি থাকে। এ ঝুঁকি এড়ানোর উদ্দেশ্যে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এ ব্যবস্থা। আইজিপি মহোদয় সকল সচেতন নাগরিকের প্রতি আইন মেনে চলার আহ্বান জানান।
পরীক্ষামূলকভাবে হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার পাশে শুরু হলেও ক্রমান্বয়ে ঢাকা শহরের অন্যান্য স্থানে এর কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশনের সহযোগিতা নেওয়া হবে।
উল্লেখ্য, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ‘প্রতিরোধ’ নামে এ আধুনিক ডিভাইস সংযোজন করছে। এটা এমন এক যন্ত্র যা উল্টো পথে চলাচলকারী গাড়িকে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধ করে। উল্টোপথে গাড়ি চালালে গাড়ির চাকা ছিদ্র হয়ে যাবে। এ যন্ত্রের ধারালো কাঁটা ৪৫ মিলিমিটার পরপর রাস্তার উপর তিন ইঞ্চি উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে। সোজা দিকে থেকে আগত গাড়ির চাকা এর উপর চাপ দেয়ার সাথে সাথে তা নিচু হয়ে গাড়িকে চলে যেতে সাহায্য করে । এতে সোজা দিকে থেকে আগত গাড়ির চাকার কোন ক্ষতি হয় না বা যানবাহন চলাচলে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেনা । যন্ত্রটি স্টেনলেস স্টিল দিয়ে তৈরী। ফলে বৃষ্টি-ধুলা-বালির কারণে মরিচা পরে নষ্ট হবার সম্ভাবনা নেই। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এ যন্ত্রটি সরবরাহ করেছে সোহেল মেটাল। যন্ত্রটির কারিগরি সহায়তা দিয়েছেন প্রকৌশলী জাহান আলম।