ইরাকে বোমা হামলায় ২৯ শিয়া পূণ্যার্থী নিহত
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইরাকে শিয়া পূণ্যার্থীদের লক্ষ্য করে তিনটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৯ জন পূণ্যার্থী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন। বাগদাদে বোমা হামলাগুলো হয়েছে বলে জানিয়েছেন সামরিক ও মেডিকেল কর্মকর্তারা। শিয়া ইমাম মুসা আল কাজিমের মৃত্যু বার্ষিকী পালনের প্রস্তুতি নেয়ার সময় বাগদাদের মানসুর, বাব-আল-শারজি ও শাব এলাকায় বৃহস্পতিবার বোমা হামলাগুলো হয়। শিয়া পূণ্যার্থীরা প্রায়ই সুন্নি মিলিশিয়াদের হামলার সম্মূখীন হচ্ছেন ইরাকে। তারা এদেরকে ধর্মদ্রোহী বিবেচনা করে হামলা করে। আগের বছরগুলোতেও মুসা আল কাজিমের মৃত্যু বার্ষিকীতে হামলার ঘটনা ঘটেছে। এ বছর হামলার আশঙ্কায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল কর্তৃপক্ষ। তারপরও হামলা এড়ানো সম্ভব হয়নি। মাত্র ৩০ মিনিটের ব্যবধানে তিনটি হামলা করা হয়।