হিন্দুদের সম্পত্তি দখলে আ.লীগ চ্যাম্পিয়ন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. পিয়াস করিম বলেন, ‘দেশে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি সবচেয়ে বেশি দখল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হিন্দু সম্প্রদায়কে সবচেয়ে বেশি তারাই নির্যাতন করে। আবার তারাই নিজেদের অসাম্প্রদায়িক দাবি করে।’ জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার দুপুরে এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘ধর্মনিরপেক্ষতা একটা প্রতারণা-ভণ্ডামি। ধর্মনিরপেক্ষতার নামে রাজনীতি করে জনগণকে শোষণ করা হচ্ছে।’ পিয়াস করিম বলেন, ‘দেশের ১৬ কোটি জনগণ তাদের ন্যায্য পানির দাবিতে ক্ষেপে উঠলে ভারতের রাজনৈতিক পরিস্থিতিও অস্থিতিশীল হয়ে উঠবে।’ কংগ্রেসের নির্লজ্জ আধিপত্যবাদী সমর্থনে আওয়ামী লীগ সরকার টিকে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতের আধিপত্যের মাঠ হয়ে উঠেছে বাংলাদেশ। নির্বাচনের নীল-নকশা তৈরি হয় দিল্লিতে। এটা চলতে দেওয়া যায় না।’ ‘বাংলাদেশের পানির ন্যায্য অধিকার: ভারতের নতুন সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ। সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহ। আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, ‘ঘরের ভেতরেও বিরোধী দলকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাহলে আমরা কিভাবে মতামত তুলে ধরবো।’ তিনি হাসিনা সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, ‘আগামী সকালে ঘুম থেকে উঠে যেন শুনি হাসিনা পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগ করলেই সব সমস্যার সমাধান।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন প্রমুখ।