দেশে দুই ধরনের বিচার চলছে : খালেদা জিয়া

khaleda zia press clubসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশে দুই ধরনের বিচার চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, বর্তমানে দেশে দুই ধরনের বিচার চালু হয়েছে। সরকারি দলের লোকদের জন্য একধরনের বিচার, আর সাধারণ মানুষের জন্য একধরনের বিচার। একটি গণতান্ত্রিক দেশে এ নীতি চলতে পারেনা। শনিবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশে তিনি এ কথা বলেন। পুলিশের বাধায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সমাবেশ করতে না পেরে আইনজীবীরা প্রেস ক্লাব মিলনায়তনে সমাবেশ শুরু করেন। এদিকে শনিবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের মেইন গেট ও বার কাউন্সিলের পাশের গেটসহ সব প্রবেশদ্বার বন্ধ করে দেয় পুলিশ। এছাড়া মাজার গেট এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। তল্লাশি করে সীমিত পরিসরে সাংবাদিক প্রবেশ করতে দেওয়া হলেও কোনো আইনজীবীকে প্রবেশ করতে দেওয়া হয়নি আদালত প্রাঙ্গণে। সকাল সাড়ে ৯টার কিছু পরে সুপ্রিম কোর্টের মাজারগেটে স্লোগান দেওয়ার সময় দিনমজুরসহ ১৯ আইনজীবীকে আটক করে পুলিশ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ