ভয় পেয়েই সমাবেশে বাধা : খালেদা জিয়া

khaleda zia press clubসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সরকার অবৈধ, কিন্তু সুপ্রিম কোর্ট বারের নেতারা নির্বাচিত উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘সরকারের পায়ের নীচ থেকে মাটি সরে গেছে। তাই ভয় পেয়ে সমাবেশ করতে দেয় না। তারা মানুষ ভয় পায়। সেজন্যই সমাবেশ, মিছিল করতে দেয় না। এটা কি গণতন্ত্র, এই কি আইনের শাসন।’ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আইনজীবীদের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আইনজীবীদের এই সমাবেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হওয়ার কথা থাকলেও পুলিশের বাধায় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। খালেদা জিয়া বলেন, ‘কয়েকদিন আগে একটি নাগরিক সমাবেশ হওয়ার কথা ছিল। বৈধ পারমিশন থাকার পরও সেই সমাবেশ করতে দেয় নি। তার মানে এই অবৈধ সরকার কোনো বৈধ সমাবেশ করতে দেয় না। কোনো মিছিল করতে দেয় না। কিসের জন্য। কারণ এরা এতই দুর্বল যে মানুষকে বেশি ভয় পায়।’ তিনি বলেন, ‘এই অবৈধ সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে আছে পুলিশের বন্দুকের জোরে। ওই যে র্যা ব, যারা মানুষ খুন করছে। তাদের ভরসায় এরা টিকে আছে। কিন্তু এ অবস্থায় তারা বেশি দিন টিকে থাকতে পারবে না।’ সরকারি দলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আপনাদের কি অবস্থা। একেক জন এত টাকা বানিয়েছেন যে টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে খুনাখুনি করছেন। আল্লাহরও একটা বিচার আছে।’ তিনি বলেন, ‘অতি বারাবারি ভালো নয়। অতি বড় হইওনা ঝড়ে পড়ে যাবে।’ নারায়ণগঞ্জের ঘটনায় যাদের ধরা হয়েছে তাদের রিমাণ্ডের নামে জামাই আদরে রাখা হয়েছে হয়েছে বলেও অভিযোগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এই দিনই দিন না সামনে আরো দিন আছে। মনে করিয়েন না এই দিনই শেষ। এর জবাব আপনাদের দিতে হবে। চল্লিশ বছর আগের ঘটনার যদি বিচার হতে পারে। তাহলে আপনাদের এই আমলে যেসব অপকর্ম হচ্ছে তারও সব বিচার হবে।’ তিনি বলেন, ‘গণতন্ত্রের কথা বলা হয়। কিন্তু কোথায় গণতন্ত্র। যেখানে কথা বলতে দেয়া হয় না। সমাবেশ করতে দেয়া হয়।’ কোথায় আইনের শাসন প্রশ্ন রেখে খালেদা জিয়া বলেন, ‘যেখানে সরকারি দলের লোকদের এক রকমের বিচার হয়। আর বিরোধীদলসহ সাধারণ মানুষদের এক রকমের বিচার হয়। সেটাকে কি আইনের শাসন বলা যায়।’ শীর্ষ সন্ত্রাসীদের দমন করার জন্য র্যা ব গঠন করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল। এর বাইরে তারা কোনো কাজ করবে না। কিন্তু এখন র্যা বকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে।’ তিনি বলেন, ‘এখনও সময় আছে, এসব বাদদিয়ে দেশের শান্তি ও গণতন্ত্রের সার্থে ফিরে আসুন। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, মানবাধিকারে বিশ্বাস করি। কিন্তু যেভাবে দুর্নীতি বিস্তার করছে তা বিদায় না হলে আইনের শাসন ফিরে আসবে না।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ