নারায়ণগঞ্জ-ফেনীর ঘটনার দায় সরকার এড়াতে পারে না

Obaidul Kader ওবায়েদুল কাদেররিপোর্টার, এবিসি নিউজ বিডি, কক্সবাজারঃ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ এবং ফেনীর লোমহর্ষক দুটি ঘটনার দায় এড়াতে পারে না বর্তমান সরকার। আমাদের দায় নিতে হবে এবং এই ঘটনার সত্য উদঘাটন করতে হবে। এ দুইটি ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তাই এ ঘটনায় যারা জড়িত থাকুক না কেন তাদের কঠোর শাস্তি পেতে হবে। শনিবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে মন্ত্রী এ কথা বলেন। এ সময় পরিকল্পনামন্ত্রী আ ফ ম মোস্তাফা কামাল এবং সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের প্রধান মেজর জেনারেল আবদুল কাদের, বিগ্রেডিয়ার জেনারেল ওহাবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, ইতিমধ্যে নারায়গণঞ্জের ঘটনায় সরকার বড় ধরনের উদ্যোগ নিয়েছে। ফেনীর ঘটনাতেও সরকার কঠোর পদক্ষেপ নেবে। দোষী যে দলেরই হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, আগামী ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করবে সরকার। দীর্ঘ ৮৪ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করতে আরো ২১০ কোটি বরাদ্দ ধার্য করা হয়েছে। এ সময় পরিকল্পনামন্ত্রী প্রয়োজনীয় এ টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ