প্রশ্নপত্র ফাসে পাসের হার বাড়ছে

SSC এস এস সিসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জোড়াতালি সৃজনশীল পদ্ধতি দিয়ে পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর ফলে প্রশ্নপত্র ফাসের মধ্য দিয়ে পরীক্ষায় পাসের হার বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) মহাসম্পাদক অধ্যক্ষ মো. ইউনুস মোল্লা। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত জোড়াতালি সৃজনশীল পদ্ধতি, শিক্ষারমান নিম্নগামী হওয়ার প্রতিবাদ ও সাত দফা দাবিতে এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন করেন। অধ্যক্ষ মো. ইউনুস মোল্লা বলেন, বিশ্বায়নের প্রতিযোগিতার যুগে বাংলাদেশের শিক্ষার্থীদের উপযুক্ত হিসেবে গড়ে তোলার জন্য সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছে। এ পদ্ধতির উপর প্রথমে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করার প্রয়োজন ছিল। কিন্তু ছয় বছর পার হবার পরও পর্যাপ্ত পরিমাণ শিক্ষকদের এ পদ্ধতির উপর প্রশিক্ষণ দেয়া হয়নি। ফলে শিক্ষকরা সঠিকভাবে শিক্ষার্থীদের এ পদ্ধতি আয়ত্ব করাতে পারছেন না। তিনি বলেন, বেসরকারি শিক্ষকরা ১৯৮০ সালে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত হয়ে শতকরা ৫০ ভাগ বেতন পান। পরবর্তীতে চারদলীয় জোটের আমলে অবসর সুবিধা, উৎসব ভাতাসহ শতকরা ১০০ ভাগ বেতন অর্জন করেন শিক্ষকরা। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর শিক্ষাকে সময়োপযোগী করার লক্ষ্যে শিক্ষানীতি প্রণয়ন করে তা বাস্তবায়নে শিক্ষকদের সহযোগিতা কামনা করে তাদের উচ্চতর বেতন স্কেল প্রদানের ঘোষণা দেয়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও আজ পর্যন্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এ সময় মানববন্ধনে বক্তারা সাতটি দাবি তুলে ধরেন। উল্লেখযোগ্য দাবিগুলো হলো- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, শিক্ষকদের শতকরা ২৫ ভাগ কর্মচারীদের শতকরা ৫০ ভাগ বৈষম্যের অবসান ঘটিয়ে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান করা এবং বেসরকারি শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করা। মানববন্ধনে বাকশিসের সভাপতি অধ্যক্ষ এমদাদুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের অতিরিক্ত মহাসম্পাদক অধ্যাপক গোলাম রাসুল সানি, সদস্য তোফাজ্জেল হোসেন আকন্দ, বাহাউদ্দিন বাহার, নজরুল ইসলাম, আব্দুল কাইয়ুম প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ