সোমালিয়ায় পার্লামেন্টে হামলায় নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সোমালিয়ার পার্লামেন্টে আল-শাবাব সদস্যদের হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। হামলার পর প্রচণ্ড বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা ১০টি মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। হামলায় জড়িয়ে পড়লে আফ্রিকান ইউনিয়নের সেনাদের হাতে কয়েকজন সোমালি পুলিশ আহত হয়েছেন। স্থানীয় সময় দুপুর বেলায় প্রথমে পার্লামেন্টের গেইটে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। তারপরই একাধিক বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, গাড়িবোমাটি বেস্ফারিত হওয়ার পর এমপি ও নিরাপত্তারক্ষীরা দ্রুত পার্লামেন্ট ভবন ত্যাগ করে। কিন্তু তারপরও পার্শ্ববর্তী মসজিদ থেকে হামলা অব্যাহত রাখে আল-শাবাব সদস্যরা। নিহতদের মধ্যে ৪ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আল-শাবাব সদস্যরা পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশ করতে পেরেছে কিনা তা স্পষ্ট নয়। আল-শাবাবের একজন মুখপাত্র বলেছেন, কথিত পার্লামেন্ট ভবন একটি সামরিক জোন। আমাদের যোদ্ধারা সেখানে পবিত্র অপারেশন করতে গেছে। ইসলামপন্থী আল-শাবাব এক সময় সোমালিয়ার বড় বড় শহরসহ বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করতো। কিন্তু ২০১১ সালে তাদেরকে তাড়িয়ে দিয়ে বেশিরভাগ এলাকা সরকারের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আফ্রিকান ইউনিয়নের বাহিনী। তবে আল-শাবাবের হামলা এখনো থেকে থেকে চলছে।