রানাকে হত্যা মামলায় আটক দেখিয়ে কাল ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়নগঞ্জে প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যা মামলায় অভিযুক্ত র্যাব-১১’র নারায়নগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান এম.এম রানাকে রোববার হত্যা মামলায় আটক দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। চাঞ্চল্য এই হত্যাকান্ডে সংশ্লিষ্টতার অভিযোগে লে. কমান্ডার রানাকে নৌ-বাহিনী থেকে বাধ্যতামূল অবসর দেওয়ার পর নারয়নগঞ্জ ডিবি পুলিশ তাকে আটকের পর ৮ দিনের রিমান্ডে নেয়। আগামীকাল তার রিমান্ড শেষ হবে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ খুনের মামলায় আগামীকাল এম.এম রানাকে আটক দেখিয়ে নতুন করে ১০ দিনের রিমান্ড আবেদন জানাবে তদন্তের দায়িত্বে থাকা নারায়নগঞ্জ ডিবি পুলিশ। র্যাব- ১১’র অপর দুই কর্মকর্তাকে বৃহস্পতিবার নতুন করে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়। একই সঙ্গে তাদের ৭ খুনের মামলায় আটক দেখানো হয়। এর আগে এই তিন সাবেক র্যাব কর্মকর্তাকে ফৌজদারী কার্যবিধীর ৫৪ ধারায় আটক করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, নারায়নগঞ্জের সাবেক ক্যাম্প প্রধন এম এম রানাকে সব চেয়ে বেশি জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পুলিশের ধারনা, নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে হত্যার আহেগ কোথায় রাখা হয়েছিল ,তা রানা জানেন। শুধু তাই নয়, র্যাব- ১১’র বিবরুদ্ধে আরো বিচার বহির্ভুত হত্যাকান্ডের যত অভিযোগ, তার অনেক কিছুরই সাক্ষী এই রানা।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল একটি মামলায় হাজিরা দিয়ে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নাসিক প্যানেল মেয়র নজরুল ইসলাম ও এাডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর ৩০ এপ্রিল নারায়নগঞ্জের শীতালক্ষা নদী থেকে নজরুল ও চন্দন সরকারসহ অপহৃত ৬ জনের এবং এর একদিন পর ১ মে বাকি ১ জনের লাশ উদ্ধার করা হয়।
অপহরণে সংশ্লিষ্টতার অভিযোগ উত্থাপিত হওয়ায় র্যাবের-১১ সিও (অধিনায়ক) লে.কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারনে নারায়নগঞ্জের জেলা প্রশাসক মনোজকান্তি বড়াল ও জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে ২৯ এপ্রিল প্রত্যাহার করা হয়। অপহরনের পর হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ স্পষ্ট হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে ৫মে লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেনকে সেনাবাহিনী থেকে এবং নারায়নগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম.এম রানাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
নিহত নজরুল ইসলাম নাসিক প্যানেল মেয়র ছাড়াও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং যুবলীগের কে›ন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন। নিহত অন্যরা হচ্ছেন- অ্যাডভোকেট চন্দন সরকার, তার গাড়ি চালক জাহাঙ্গীর, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর সংগঠনের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সহ-সভাপতি তাজুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের যুবলীগ কর্মী মনিরুজ্জামান স্বপন, লিটন ও গাড়ি চালক ইব্রাহিম।